সুখ পাখিটা কোথায় আজিকে
হারালো দিগন্ত পারে
পথের শেষে পথের পাঁচালি
কে খুজিবে তারে ?
আমার বাড়ি রঙের পেয়ালা
গাদন খেলার মাঠ
বন্ধুর বাড়ি নদীর কিনারায়
গোসল করার ঘাঠ।
পয়সা কিছু করলে দেড়ি
সফল হবে ঘোরা
কোথায় গেল এমন দিনটি
পাইনে তারে ধরা।
জ্যেষ্ঠ মাসের সকাল বেলা
আম কুড়াবার ধুম
সকাল এখন, হয় যখন
চোখে থাকে ঘুম ।
সন্ধ্যা সাজে পড়তে বসে
চোখে নামতো ঘুম
যাত্রা গানের আসর পেলে
মায়ের মুখে চুম ।
জোসনা রাতে বাঁশ বাগানে
জোনাক পোঁকার বাস
জুজু বুড়ির গল্প শুনে
মিঠতো তখন আশ ।
আমার বাড়ির মৃত্যু খবরে
কাঁদতো সারা গাঁ
জন্ম ,বিয়ে সারা পাড়ায়
নাচতো বধুর পা ।
কোথায় গেছে দিনগুলো আজ
হারিয়ে গেছে সব
আমার বাড়ি ,তোমার বাড়ি
পৃথক পৃথক রব ।
দিকে দিকে লাশের মিছিল
দু 'চোখ ভরা জল
বিচার হবে ,সাজা পাবে
মিথ্যা শুধুই ছল ।
জুজু বুড়ি সরব আজি
বারুদ ভরা হাত
সুখ পাখিটা উড়াল দিছে
পাঁচালি বাজিমাত ।