দুর ছাই কবি হব ; না হয় কবির হব
তবুও না হয় কবিতা লিখে যাব
কি এক পাথরের নাম শুনেছি
সে নাকি পরশ পাথর ।
ছুতে পারিনি শরীর , শরীর ছুঁয়েছে মন
পত্রিকা কি আমাদের খবর ছাপে
সভ্যতার ক্ষয়ে যাওয়া অধম মানব
ছেড়া পকেটে পঁচা তালি ।
নোনাজল চুয়ে পড়ে জোসনারতে
পৃথিবীর তিনভাগ জলের চেয়ে
বেশি জল ও ভাঙা নৌকায়
ঝরলে বা দোষ কি ?
শরীর ভেজে ,মাটি ভেজে
মাটির মানুষ তো ভেজে না !
ঢং করে সং সেজে লাভ কি ?
নিরন্ন পেটে কবিতা খেতে খেতে
নরকে যাব ,
তবুও মানুষ হব ।