নগ্ন সূর্যের তপ্ত দাহে
পোড়া রুটি তামাটে দেহ,
শক্ত বাহু , নূজ্জ শরীর
নিলাম্বরী নারীর রক্ত আভা ।
পাথর ইটে হাতুড়ির মিলন
নিঃশ্বাস অবিরত
হৃদপৃণ্ডের দ্রুত উঠা-নামা ,
তরতরিয়ে নামে মাথা হতে ঘাম
ওষ্ঠ ,গন্ড , বুকের নালা বেয়ে
নদী সরবরে।
ভাঙনের শব্দ শুনি দ্বি-প্রহরে
শেষ প্রহর দায় নিতে চাই না ,
ভেঙে চলে অবিরাম অবিরত
ক্লান্তি ছুয়ে ফেলে অন্ধকারে ,
প্রথম সূর্য দেয় গতি
ক্ষুধা-দারিদ্র ধস্তাধস্তি করে
সুখের সাথে পান্ঞ্জা।
ঘরে ঘরে আমাবতি চলে
পেটে পেটে হয় মিলন,
ওরাও মানুষ ,
রহিমা ,খোদেজা
গায়ের গন্ধ লেপটে
ইট পাথরের দেয়ালে ।

16/10/2015
শালিখা ,মাগুরা ,বাংলাদেশ ।
kmrahat81@gmail.com