হৃদয়ের পলি মাটিতে সবুজ সতেজ ঘাস
সারসের পদচিহ্ন একে ভ্রান্তির চাষাবাদ ,
আলতো হাতের ছোঁয়া এলেবেলে চিন্তারা
বিষুবরেখায় মেলে শিরা উপশিরা।
তুমি এলে আকাশ হই
হাতে নিয়ে চাঁদ ,
অন্ধকারের আত্মাদের ডেকে মাথা মুড়ে
ঘোল ঢেলে করি কুপোকাঁত ।
না এলে; তবলাতে তাল ছাড়া হাতের আঘাত
নভোঃমন্ডল ঘুরে মঙ্গলে হানি আনবিক বোমা
পাওয়ার বাসনায় নায়ে তুলে বাদাম
স্রোতের অনুকূলে ছুটি ; ছেড়ে হাল ,
পেলে পাগলা ঘোড়ার মত পা ছুড়ে
খুরে খুরে ক্ষয়ে ফেলি কষ্টের অলিগলি
না পেলে বরফের দেশের শ্বেতভালুকের মত ;
চর্বি জমে মনের অলিন্দে কষ্টগুলো ।
এই বুঝি এলে প্লাটিনাম হয়ে হিরাখন্ড আমার
ছলাৎ ছলাৎ ঢেউ তুলে কূল ভেঙ্গে
সাপের ফনার মত ছোবল নিয়ে
বিষদাঁত বের করে চুম্বনে চুম্বনে করে দিতে নীল ।
তুমি এলে নাই তাই-
মস্তিষ্কের কোষগুলো সংকুচিত হয়ে
ভ্রান্তি খেলা করে আগ্নেয়গিরি হয়ে
তুষার ঝড়ে ঢেকে যায় চিন্তার ফসল ।


    11/11/2015
শালিখা ,মাগুরা
বাংলাদেশ
kmrahat81@gmail.com