আর ভাল লাগে না
যাযাবর বেদুঈনের মত জীবন ,
আজ এ ঘাটে তো কাল ও ঘাটে
নোঙর ফেলে , টোল ফেলে
সময় কাটে না আর ।
গা ঘিন ঘিন করে
শরীর গোলায় , ঝিমঝিম করে মাথা
মগজ জুড়ে কথারা কিলবিল করে ,
প্রতিবাদে পায় বাধা।
মনের কোণে মেঘ জমেছে
আগাছায় ভরা বুক,
ঘরে-বাইরে , বনে বাদাড়ে
কোথাও পাই না সুখ ।
মানুষ আমি , নাকি অমানুষ
ভদ্র , নাকি অভদ্র ?
আদব আছে ? নাকি বেয়াদব
সবই যাচ্ছি ভুলে ।
ভোরের আলো ঠেলে বাইরে দু'পা ফেলে
মানুষ খুজি কথা বলার ,
মানুষ খুজি দুঃখ ভোলার
মানুষ খুজি শিক্ষা নেবার
মানুষ খুজি মানুষ হবার
পাইনা খুজে তবু ।
তজবি টেপার মানুষ জোটে
নামাবলি , জপের মালা তাও জোটে
মসজিদ , মন্দির , গির্জা , প্যাগোডায়
কতই না মানুষ ছোটে ,
তবুও মানুষ জোটে না।
সন্ধ্যা নামে আধাঁর নিয়ে
কষ্টেরা ভীড় করে ব্যালকনিতে
লাল কষ্ট , নীল কষ্ট
রংয়ে রংয়ে রং হীন ।
ঝড়ে ডানা ভাঙা পাখির মত
ডানা ঝাপটায় ,
প্রজাপতির মত এ ফুল হতে
সে ফুলে বসে চিন্তারা ,
কে -যেন মগজে মন্ড পাকায়
কথার মন্ড ,
হাতুড়ি পেটার শব্দ পায় হৃদপৃন্ডে
এই বুঝি ধর্ম এলো !
না -না-না ,ছুড়ে ফেলে দে ঐ শব্দটিকে
গলাকাটা গোঙানির আওয়াজ পায়
গুলির শব্দ , কয়েক রাউন্ড গুলি
রক্তাক্ত লাশ , স্বজনের আহাজারি ।
ধর্ম নর্দমায় পড়ে থাকা
বহুদিনের মরা পঁচা
বিশ্রী দুর্গন্ধ ছড়ানো বডি ,
যত নাড়া চাড়া করা যায়
ততই দুর্গন্ধ ছড়ায়।
কচলালে ঝাজালো গন্ধ
বের হওয়া ঐ শব্দটিকে
তাই বিদায় দিতে চাই
স্মৃতির অভিধান হতে।
ব্লক করে দিতে চাই ঐ চিন্তা ।
আকাশের তাঁরারা খসে পড়ো
চিন্তার খোরাক জোগাও
জোনাকিরা এসো
পূর্ণিমার চাঁদ তুমি কোথায় ?
কাছে এসো
পৃথিবী জুড়ে আলোর অভাব
আলো দাও ,
তোমাদের জন্য বিছানা পাতায় আছে
এসো রাতের ঘুমে সঙ্গি হবে ,
সকাল হলেই তোমাদের হাতে
মশাল তুলে দেব ,
সূর্যকে বিদায় দেব
দিনের আলো নিভে যাক
উল্টে যাক পৃথিবীর গতি
দিন ; রাত্রি হোক
এটাই প্রতিবাদ ।


02/11/2015
শালিখা ,মাগুরা
বাংলাদেশ
kmrahat81@gmail.com