এক রাশ কষ্ট আর স্বপ্ন নিয়ে বিচরণ করেছি ঘুমের দেশে ,
ডানা মেলে উড়েছি বনে পরীর বেশে ।
জোনাকিরা জানালায় পাখা মেলে
মিট মিট করে কষ্টের সাথে করে খেলা ,
চাঁদের ভেলায় চড়ে চাদের মা বুড়ি
চোখের পাতার ঘুম করে চুরি
সব আলো জ্বেলে মৃত নক্ষত্রেরাও হয়ে উঠেছে উজ্জ্বল
মশার প্যান প্যানানি উপলদ্ধিকে করে দেয় ভোঁতা ,
মৃত ধূসর মুখগুলো ভাসে চোখের পাতায়
প্রিয়সীর নিঃশ্বাস গরম সময়
গরল উগ্রে পড়ে অন্তরের কপাট খুলে
কে যেন হাতুড়ি পেটায় ধপ ধপ
ধুক ধুক অহর্নিশ সময় জুড়ে ।
বাতাসে ফুরায় অন্ধকার
আসে ভোরের শিশির
চোখ খুলে কষ্টেরা স্বপ্ন ভেঙ্গে
শোনে কিঁচিরমিঁচির ।


22/10/2015
শালিখা ,মাগুরা ,বাংলাদেশ ।
kmrahat81@gmail.com