মুক্ত দানা
       রুহুল আমীন


সহস্র নুড়ি পাথরের ভীড়ে
হারিয়ে মুক্ত দানা ,
হাতড়ে ফিরি সন্ধ্যা সকাল
স্বর্গ -মর্ত , ত্রিলোক -ভূলোক
আসমান , সাগর জুড়ে ।
শব্দ চাষি , শব্দ বিনে
নির্ঘুম সারারাত ,
ত্রি-নয়নে জ্বলে আলো
শাবল কোদাল নিয়ে ,
বক্ষ চিরে কলিজা কেটে
শব্দ করি চাষ ,
লক্ষ কোটি শব্দের ভিড়ে
খুজি প্রজননের কোষ ।
ডিম্বকণা -মুক্ত দানা
হারিয়ে খুজি তাই ,
কালি -কলম সবই আছে
মুক্ত দানা নাই ।


13/10/2015
শালিখা ,মাগুরা
বাংলাদেশ
kmrahat81@gmail.com