কে তুমি ,এলে দ্বারে
             এলোকেশী ,কপোলে নীল টিপ
নন্দিনী তুমি ,হলদে পাখি
      হরিনী চোখে যাদুর কাঠি।
কে গো তুমি , স্বপ্নচারী
  চোখের ঘুম কেড়ে নিলে
      চোখ বুজে দেখি বারে বারে ।
কে তুমি ,শ্রেয়সী নারী
     সরবরে খেলা করা হংস মিথুন
  প্রজাপতির রং মেখে
          রংধনুর সাত রংয়ে
আজ এলে আমার ঘরে ।
কে তুমি , প্রেমময়ী
         নূপুর পায়ে রনুঝনু
  সারাবাড়ী ছন্দময়
কলকলে হাসি বাদ্যময় ,
আলতা রাঙা পা
       মটরমালা ,সীতাহার
  কোমরে বিছে ।
কে তুমি ,ছলনাময়ী
আড়ালে থাক , গোপনে ডাক
জড়ালে শরীর , অশরীরী সাজো
ছুতে চাইলেই অট্টহাসি হাসো ।
কে তুমি , অনন্দিতা
কলমে এসে খাতায় বসো
  ছন্দ মিলে খেলা করো ।
        
19/12/2015
শালিখা ,মাগুরা
বাংলাদেশ ।
kmrahat81@gmail.com