খোকার চোখে মুখে ক্ষুধার আগুন
ক্লান্ত খোকা , ঝাপসা চোখ,
জোটেনি অন্ন - ভূক্ষা কেটেছে তিনটি রাত ।
মায়ের বুকজুড়ে বেদনার
জমাট বাঁধা কষ্ট - জগদ্দল পাথর চেপে বসেছে।
চোখ জুড়ে লাল রক্ত
জলের ধারা কবেই বিদায় নিয়েছে ।
বাবা শত কষ্ট নিয়ে
গভীর ঘুমে আছন্ন ,
ইট পাথরের দেয়ালে থাকতে
ভাল লাগেনি বাবার
মাটির গহবরে ঠাই নিয়েছে তাই ।
সেই কবে নিভে গেছে
ঊনসত্তরের আগুন
সত্তর তখন কড়া নাড়েনি চৌকাঠে।
বাবার চোখে নেই খোকার প্রতিচ্ছবি
অনাথ খোকার জন্ম মায়ের কোলজুড়ে
আশার প্রদীপ খোকার বয়স দুই
জোটেনি দুধ , শুকনো মুখ
ছলছল চোখ মায়ের বুকে
যেখানে শকুনেরা খাবড়ে নিয়েছে
উর্বর মাংসপিণ্ড -উন্মাদনা মেটাতে
খাবি খেয়েছে বারংবার ,
প্রতিহিংসার অনুসন্ধান চালাতে
কেটে খেয়েছে খোকার মুখের অন্ন,
কেড়ে নিয়েছে মায়ের বুকের সব ভালবাসা
খোকার জন্ম দ্বারে শত্রু সেনার আঁচড় ।
খোকা কাঁদে ,গলার স্বর বের হয় না
ক্লান্ত খোকা , ঝাপসা চোখ
গভীর ঘুমে নিস্তেজ খোকার শরীর
মায়ের চোখে শত্রু হননের আগুন -----।


22/09/2015
শালিখা , মাগুরা
ঢাকা , বাংলাদেশ
kmrahat81@gmail.com