সূর্যের কাছে এক ফালি রোদ চেয়ে পাইনি
পাইনি আলোক উজ্জ্বল একটি দিন ,
চাঁদের কাছে চেয়েছি পূর্ণিমা আলো
চাঁদ দিয়েছে আমাবস্যা রাতের -
  নিকষ কালো ।
ভোরের আলো দেখতে
কেটেছে কত নির্ঘুম রাত,
শিশির ভেজা সকাল দিয়েছে
কুয়াশাছন্ন তুষার প্রপাত।
পথের কাছে চেয়েছি
পিচঢালা সরল পথ ,
পথ দিল কাঁদামক্ত কাটা বেছানো
বক্র রেখার পথিক মতামত ।
সাগর সৈকতে দাড়িয়ে চেয়েছি
বুকভরা নিঃশ্বাস ,
সাগর খেলেছে ভাঙনের খেলা
করেনি এতটুকু বিশ্বাস ।
মরুভূমিতে তপ্ত বালুর উপর করে বিচরণ
ঝেড়ে ফেলতে চেয়েছি সবটুকু কষ্ট ,
মরুভূমি ফিরিয়ে দিয়েছে বালুঝড়
বুঝি সে আজও রুষ্ঠ ।
পাখির কাছে চেয়েছি
কলকাকলি , কলরব , শীষ
উড়ে গেছে পাখি দূর নীলিমায়
মোর অন্তরে ঢেলে বিষ ।
কষ্টের বুকে মাথা রেখে
চোখ বুজে সারা রাত
ঘুম দেবতা চোখে দিয়ে চুম
তবু আসেনি ঘুম ।
আমার জন্য বৈরী -এই পৃথিবী তৈরি
নীলে -নীলে , নীলকণ্ঠ
হিজিবিজি সময় কষ্টেরা সব
পাকিয়ে দিয়েছে মণ্ড ।


18/09/2015
শালিখা , মাগুরা
ঢাকা , বাংলাদেশ ।
01874075016