ব্যালকনিতে ক্যাকটাস গাছটি
বেড়ে উঠেছে সন্তানের আদরে
সকাল -বিকাল কখনও
গভীর রাতে ক্যাকটাসে হাত বোলায়।
সারা শরীরে কাঁটা নিয়ে
জন্ম নিলেও কত মমতায়
টবে করে সযত্নে রেখেছি তাঁকে ।
মাটি পানি আর সূর্যরশ্মির
সাথে গভীর সম্পর্ক গড়ে
তার বসবাস ,
তার বসবাস আমার মনের অলিন্দে
কাঁটার খোঁচা খেয়েও
তার সঙ্গে আমার অনেক
দিনের বসবাস ; তিতা-মিষ্টি সম্পর্ক
কষ্টে যখন হৃদয় বিদীর্ণ হয়
ব্যালকনিতে ছলছলে জল চোখে
ক্যাকটাস আমার সঙ্গী
আনন্দে যখন মন
ধিনাক-তা ,ধিনাক-তা করে
তখনও সে সঙ্গী ।
সকালে সূর্যের মুখ দেখব বলে
ব্যালকনিতে দাঁড়াতেই কাঁটার খোঁচা
মনে হলো আজই ফেলে দেব
কথামতো কাজও হলো
সন্ধ্যা নামতেই ঘরে ফিরে
বুকটা কেমন খালি খালি লাগছে
রাত নামতেই নতুন
সঙ্গী হলো গোলাপ চারা,
আহ ! কি অপরূপ সৌন্দর্য
কিন্তু গোলাপের ও কাঁটা আছে
তাই ক্যাকটাসের কাঁটা
ভালবাসা হয়ে বিধতে থাকলো-
যন্ত্রণা ছড়িয়ে গেল
বিষের মত সারা শরীরময় ,
অন্ধকার রাতে রক্ত ঝরে
নতুন -পুরাতনের দাঙ্গায় ।

28/12/2015
শালিখা ,মাগুরা
বাংলাদেশ ।
kmrahat81@gmail.com