আর কতটুকু রক্ত দিলে
   বন্ধ হবে ধর্মযুদ্ধ ?
কটা লাশ পেলে
      চলবে না গুলি ,
কতজন নারী লাঞ্ছিত হলে
শান্ত হবে পৈশাচিক  কাণ্ডকীর্তি ?
কত ঘর পোড়ালে
       নিভে যাবে মনের আগুন ?
কতটা বিকৃত বিভৎস লাশের জন্য
   এত বোমার ব্যবহার ?
কতটা দখল বাজির জন্য
এত অভিযান , অভিবাসীর  অভিবাসন ?
               (   দুই )
কিসের ধর্ম , কিসের যুদ্ধ
  যেখানে নারী হয় ভোগের পণ্য ,
মায়ের কোলে শিশুর মৃত্যু
বাবার কোলে সন্তানের লাশ ,
জীবন বাঁচাতে জীবন বিপন্ন ।
            ( তিন )
ধীক ! এই ধর্মযুদ্ধ ধীক
এমন ধর্মের বুকে পা রেখে
হয়ে উঠি মানবিক ।
মানবতার প্রদীপ জ্বালি
মসজিদ , মন্দির , গির্জা , প্যাগোডায় ,
মানুষে -মানুষে পরম মমতায় ।


       13/09/2015
শালিখা ,মাগুরা
ঢাকা , বাংলাদেশ
01874075016