তোমার জন্য সাগর দেখাঁ,
বিদেশ ঘোরা,পদ্ম পুকুরে সাতার কাটা
রাত দুপুরে জোস্ন্যা দেখা-পূণিমার চাঁদে  
ইকির মিকির খেলা।        
তোমার জন্য আজ এ কবিতা লেখা।                  
  এই তোমার জন্য একদিন সব ছেড়েছিলাম- সাংবাদিকতা, যশোর ইন্সটিটিউট, শনি বাসরি সাহিত্য আসর,যশোর সাহিত্য পরিষদ,সাহিত্য কলা,পত্রিকা দপ্তর, সঙ্গী-সাথী, আত্বীয় পরিজন সব-সবকিছু।
  তুমি দিয়েছ যা,তা ঢের।
একটি সাজানো জীবন , তোমার আলতো হাতের ছোয়া,দেহ মন উজাড় করে ভালবাসা ।
   তুমি যা দিয়েছ-তা পৃথিবীর কম মানুষই দিতে পারে।
তুমি সব কষ্ট নিয়ে বিষে বিষে নীল হয়েছ,
বিষাদ সিন্ধু রচনা করেছ।      
তাই তোমার জন্য আবার কলম নিলাম।                  
  তোমার জন্য
পৃথিবীর  সব রং এনে দেবো,
রংযে রংয়ে তোমার নীল কষ্ট লাল হবে।
তোমায় আকাশের মত পরিধি,সাগরের মত মন,
ফুল পাখি প্রজাপতির মত সৌন্দর্য এনে দেবো।
তুমি না চাইলে সব দিব,   চাইলে দিব জীবন।।