প্রেয়সী
নিশীথ রাতে এলে
কি পেলে ,কি দিলে ?
গোলাপ ছড়ানো ,গালিচা বিছানো
পথ পেরিয়ে ,
চন্দন পালঙ্কে একাকার হলে ?
মরা নদীতে জোয়ার এনে
নাও ভাসালে ,ডুবলো সোনার তরী
নগ্ন গায়ে ,নূপুর পায়ে
আলতা রাঙা পা
ধন্য তুমি ,অন্য আমি
কোমল বিছানা ।


প্রেয়সী
কোথায় ছিলে ?
যৌবন ভরা ,আগুন ঝরা
দিনগুলোতে হায় !
কোল বালিশে পাশ ফিরে তাই
আপন মানুষ নাই ।


শ্রেয়সী
আজ পেয়েছি , আগলে তোমায়
বুকের গহীনে
উজাড় করে মন দেবো
সপে দেবো দেহ
অন্ধকারে নষ্ট হলে
কষ্ট কিসে আবার ?
ভগ্ন দেহে , নগ্ন আমি
প্রেতাত্ত্বা টা তোমার  ।
31/12/2015