সাদা-সেতো আরো সাদা কবির মত মন,    
কবি -সেতো পাঠক আর কবিতার আপন।                  
কালো -সেতো আরো কালো দুই সতিনের চোখ,
সতিন -সেতো পুরুষ নয় নারী জীবনের শোক।
লাল  -সেতো আরো লাল লজ্জাবতির গাল,        
লজ্জাবতির লজ্জা -সেতো কচুর পাতার জল।            
সবুজ -সেতো আরো সবুজ তরুন প্রানের ডাক,        
তরুন -সেতো আরো তরুন নজরুলের গান।                          
নীল -সেতো আরো নীল কষ্ট অনাবিল ,
কষ্ট -সেতো জীবন ভর দুঃখের সাথে মিল।
রংধনুতে সাতটি রং  পাঁচটি হল শেষ,
রংয়ের খেলায় মানব জীবন, বিচিত্র বেশ।