( এক)
আমাকে একটি শব্দ দাও
আমি শব্দের কঁলকাঠি নাড়ব,
একটি উপমা দাও
আমি বাক্য তৈরি করব ,
আমাকে একটি রূপকল্প দাও
আমি কবিতা লিখব ।
       (  দুই)
প্রসব বেদনা যে-
আমি আর সইতে পারছি না
যন্ত্রণায় জরায়ূ ছিঁড়ে যায় ,
কবিতা বের হয় না ।
হেঁ প্রভু -
আমার শরীরে রক্তক্ষরণ দাও
আমি কালির আঁচড় বানাবো ।
হৃদয়ে রক্তক্ষরণ চলছে
তবু কলমে নয় কেন ?
মস্তিষ্কে ধবল ধোলায়
সাদা কাগজে আবোল -তাবোল
হিজিবিজি -হিজিবিজি
কবিতা নয় কেন ?
       ( তিন)
আমি কবিতা লিখতে চাই
একটা নিরন্ন মানুষের কবিতা ,
একটা সমাজ পরিবর্তনের কবিতা ,
অথবা একটা ভণ্ড ধর্ম প্রচারের কবিতা ।
আর ভূক্ষা থাকতে পারছি না
হয় শব্দ ও কলম দাও
না হলে কবিতা খাব ।।


         17/08/2015