জলরঙে ছবি আঁকা হয়নি
একেছি মনের গহীনে ,
খড়ি মাটি দিয়ে একেছি
মাটির কলিজায় ।
তাই তো জীবন আজ প্রেমময় ।
নারীর উর্বরতা দেখেছি
ফসল হয়নি আজও
ভালবাসা দেখেছি আমন
ধানের শীষে ,
সোনালি পাকা ধানে
সকালের শিশির বিন্দু
আঁকড়ে রাখে গভীর মমতায়।
নদী যেমন ছলাৎ ছলাৎ
ছন্দে কুলে আছড়ে পড়ে
আপন মহিমায় ।
ঝর্না যেমন কুলকুল বেগে
ধাবিত হয় পাহাড়
হতে সাগরে ।
কুয়াশা যেমন শীতকে
জড়িয়ে রাখে
গভীর আদরে।
আমি তেমনি রেখেছি ছবি
হৃদয় বিতংসে ।
কচুর পাতায় জলের ফোটা
ছলছলে আখি জল
অন্ন জোটে না ,স্বপ্ন ছোটে
বল না কোথায় এমন ছবি
জীবন এত প্রেমময় ।


          14/8/2015