তোমার আগমনী গান শুনেছি আমি
বুকের পাজরে কান পেতে ,
আকাশ -মাটির গভীর ভালবাসা
অনুভব করেছি বৃষ্টিতে ।
বৈচিত্রময় পৃথিবীতে মিলনের
পরম তৃপ্তি  কে না পায় ?
আকাশ পায় মাটির কাছে
মাটি আকাশের ।
বাতাসে শন-শন ,আকাশে
ঢাক -ঢাক , গুড়-গুড় -
শরীরে -শরীরে কি অপরূপ মাতামাতি ,
বৃষ্টিতে মিলনের শ্বাদ
স্নান সেরে পবিত্র আত্মা ।
দিন-মাস কাটে ,ভ্রুন বাঁচে
সজীব নিঃশ্বাস , বিশ্বাস জন্মানোর ।
গভীর মমতায় প্রসব বেদনা  শয়ে ,
শরীর ক্ষয়ে , আত্মতৃপ্তি মাটির
বাতাসে আগমনী গান
আতুর ঘরের গন্ধ ,
একটি আত্মচিৎকার ,
দুটি পাতা , একটি প্রাণ-----''
------------
-----------------------
শুনেছি আগমনী গান
অংকুরোদগমের ।
04/08/2015