সায়াহ্নের আঁধারে একাকী আমি ,
কনক লতার ন্যায়
অপ্সরা নিলাম্বরী নারী
বোধহীন আসক্তি তব
ক-ক্ষনে আচরি মোর লাগি ,
মজিনু কায় মনঃ পরধন লোভে ,
কেলিনু বীরমদে মত্ত
বসন্তে আনিতে ফাল্গুন ,
আমি যে নব পাকশাট মারি ।
চাহিছে মোর নয়ন পানে
দুরু-দুরু কাঁপিছে হিয়া
বাধিতে চাহিছে শত বেষ্টনে ,
মোর অন্তরে বাজিছে নির্ঘোষ
অপ্সরা বিহনে ।
তারে যে বাধিয়াছি নিগঢ় বিতংসে
লিখিল কি বিধাতা ,এই জাঙ্গাল ভালে ।
তব বন্ধনায় সপে আত্মা ,মরিব তারে নিয়া
সেই যে উদিল মোর জীবনে---------।
অতপর হতে ,সৎকার করি তার
বাধিল সে নিবিদ মন্ত্রে ,
রহিলাম আজও সেই তন্ত্রে
নহে ভূঞ্জিতে তরে -সে শুধু সাধনার
উদয় ,বিলয়ের মাঝে সে যে-
আত্মার আত্মীয় ।


কবিতাটি   সাহিত্য  পত্রিকা  ধ্রুবতারা এর 23 জুলাই 2004 সংখ্যায় ছাপা হয় ।