আমি প্রশ্ন রেখেছি আকাশের কাছে
কতটা নীল আছে তোমার সঞ্চয়ে ,
আমার কষ্টের চেয়ে বেশী ?
জবাব পাইনি ,শুধু শুনেছি হু-হু বাতাসের শব্দ।
প্রশ্ন রেখেছি আমি সাগরের কাছে
আমার  চোখের জলের সমান
এত জল তুমি কোথায় পেলে ?
উত্তর পাইনি ,দেখেছি শুধু ফেনায়িত ঢেউ-
মাথা ঠুকে মরছে তীরে ।
ঝর্ণাকে বলেছি গন্তব্য কোথায় তোমার ,
নিঃসঙ্গ একাকী কোন সুখের সন্ধানে  ?
না , শুধু অভিমানে চলে যাওয়া
ঝর্ণা পিছু ডাক শোনেনি ।
আমি চিৎকার করে জানতে চেয়েছি
আকাশ ছোয়া পাহাড়ের কাছে ,
কি চাও তুমি ?
এত কষ্ট দেখেও কাঁপে না তোমার বুক ?
সেখানে ও জবাব মেলেনি ।
আমি শূন্যতার কারাগার থেকে বলেছি
মুক্তির ভাষা ,
জানতে চেয়েছিলাম তাদের কথা
নিরব করুন দৃষ্টি দেখেছি বুঝিনি কিছুই -
যেমন আমাকে বোঝেনি কেউ ।