কতটা কষ্টে থাকলে আকাশের এত কান্না পায়,
কতটা দুঃখে -আকাশ চোখের জল ঝরায়।
কতটা কান্না পেলে দিন-রাত্রী কাদা যায়,
কতটা আবেগ থাকলে মনে ,কান্না নাহি থামতে চায়
কতটা মনে জমলে কালি ,আকাশ এত অন্ধকার হয়
কতটা ক্রোধ থাকলে মনে ,পৃথিবীটাকে
লণ্ডভণ্ড করা যায়।
কতটা আনন্দ থাকলে মনে ,ধরার বুকে বন্যা হয়,
কতটা রং থাকলে মনে ,রংধনু তার রং ছড়ায়
কতটা কলঙ্ক মুক্ত হলে ,আকাশ এত সাদা হয়।
কতটা লজ্জা থাকলে -আকাশ এত লাল হয়,
কতটা বিষ থাকলে মনে আকাশ এতটা নীল হয়,
কতটা মন থাকলে ভাল ,আকাশ অতটা রৌদ্র উজ্জ্বল হয়।
কতটা মানুষ হলে -মানুষ আকাশ হয় ?