কে বলে আমি শান্ত ?
হাজার বছর পৃথিবীর পথে হেটে হেটে
আজ ক্লান্ত ।
সমুদ্রের ফেনায়িত জলরাশি কুলে
আছড়ে পড়তে পড়তে
হারিয়েছি অনেক ভূ-সীমারেখা ,
বাতাসের বেগে ছুটে ছুটে
ঘরবাড়ি ,গাছপালা কত করেছি শ্মশান
রিকটার স্কেলে মাত্রা বাড়িয়ে
ধ্বংসস্তূপে পরিণত করেছি নেপালের
গ্রামের পর গ্রাম ,
আমি সুনামি হয়ে ভাসিয়ে নিয়েছি
ইন্দোনেশিয়া ,জাপান ।
এখনও কি বলবে আমি শান্ত ?
না , ভেবে দেখ নানা নামে
আমি আসি ঘূর্ণিঝড় ,সাইক্লোন হয়ে ।
দাবানল ,আগ্নেয়গিরির অগ্নি ,বন্যা
পাথর বৃষ্টি ,বালুঝড় আমি
কে বলে আমি শান্ত ?
হাজার বছর পৃথিবীর পথে হেটে হেটে
আজ  ক্লান্ত ।
একটু অপেক্ষা কর
আবার আসবো আমি
এবার আসব ফিরে এই বাংলায় ।
মহাপ্রলয় হবো ,দামামা বাজিয়ে আসবো
ভেঙে দিব সব বিভেদের দেয়াল
দর্প করবো চূর্ণ ।
সাবধান , সব ভুল পথে চলা নরকের কীট
আমি ক্লান্ত হবো তবুও ক্ষান্ত হবো না ।
12/07/2016
kmrahat81@gmail.com