আজকাল প্রতিটা দিন কর্মের জলসাঘরে
সন্ধ্যারা উঁকি দেয়
রাতের তাঁরা মিটি মিটি হাসে ,
ক্লান্তির বিকেলে মেজাজ খিটখিটে হয় ,
আর ফাইলে আটকে যায় শান্তির সুবাতাস ।
ঐ দূর বনে ঝিঝি পোঁকার ডাক অস্পষ্ট লাগে
ছুটে চলি ঠিকানায় ; অস্থায়ী ঠিকানায় ।
তখন বিশ্রামে থাকে ঘামের গন্ধ
রাতের অন্ধকারের মত বিদঘুটে ।