ভালবাসা চাই, শ্বাশত পবিত্র ভালবাসা
সদ্য ফোঁটা গোলাপের মত নিষ্কলঙ্ক
চপল ফড়িঙের মত চঞ্চল
পূর্ণিমা রাতের জোসনার মত স্বচ্ছ
সাগর সৈকতের বায়ুর মত নির্মল
নদীর  প্রতিধ্বনির মত সদা উত্তররত
শীতের চাদরের মত আদরময়।


ভালবাসার কাঙাল সেজে কড়া নাড়ি নিজস্ব গণতন্ত্রে
তাই বলে ভিক্ষুক ভেবে তাড়িয়ে দিও না
তাহলে বিদ্রোহী হব
সিগারেটের ধোঁয়ায় জ্বালিয়ে দেব ভগ্ন হৃদয়
আকস্মাৎ পাথর হব
আনবিক বোমায় ধ্বংস করব আগ্রার তাজমহল
ভেঙে গুঁড়িয়ে দেব সভ্যতার মসনদ
দাবানল হয়ে পোড়াবো সব গোলাপ কুঁড়ি।