মেহেগুনি পাতায় গাঢ় সবুজ রং
কচুর পাতায় রুপার হাসি ,
পলিতে উর্বর হবে বলে মাটি
আর যৌবন পেয়ে নদী
খুশিতে ডগমগ প্রকৃতি ।
খেয়ালী প্রকৃতি খেলিছে খেলা
আনমনে,ভাঙনের খেলা।
কোন খুশিতে যৌবন নিংড়ে
এমন খেলা ?
ঘর গেল ,বসতি গেল
ক্ষেতের ফসল ,হালের বলদ
কোলের ছেলে --,সব --সব গেল।
আর তুমি রং ছড়ালে
সবুজ রং ,বর্ণহীন ফেনায়িত জলতরঙ্গ ।
তাই এখন আশ্রয় কেন্দ্রে কুপি জ্বেলে
অতীত হাতড়ে ফিরি ,
আতুড়ের গন্ধ আসে
আসে আতর -ধূপকাঠি সুবাস ।