ঈদ মানে খুশি
একবিংশ শতাব্দীর খুশি,
ডিজিটাল পৃথিবীর কল্যাণে স্যাটেলাইট
ইন্টারনেট আর ইথারের তারে খুশি।
নতুন পৃথিবী ,বাংলার মাটি
খুশিতে লুটোপুটি,
খুশির বন্যা-মহাসড়কের যানজটে
লঞ্চ ,ফেরিঘাট ,স্টেশনে
খুশির ফোয়ারা যেন বহিছে শৃঙ্গধরময়।
খুশিতে লোকারণ্য কোরবানির পশুহাট
পশুতে পশুতে একাকার!
রাজপথে,বাড়িতে,হাটে,ঈদগাহে সবখানে
আজ পশুর বসবাস
কোরবানির রক্ত বন্যায় পশুত্বের হোলিখেলা
তাজারক্ত, পোড়ামাংসে ঈদের খুশি
হোলিআর্টজনে রক্ত , টঙ্গীতে আগুন
দফায়-দফায় জঙ্গি হামলা,চাপাতি আর গুলির নিশানা মানুষ।
একবিংশ শতাব্দীর ঈদের খুশিতে
ঘরে ঘরে বন্যা আর ফারাক্কার জলে নদী ভাঙ্গন।