কি এমন সুখ ছিল শৈশব কুঠিরে
দিন মাস বছর রইলাম তিমিরে
কোথায় গেলে পাবো রাঙা মাটির পথ
উৎসব আনন্দে দুজনার দুটি মত
যে আছে মম গভীর প্রাণে, সঙ্গোপনে
তারে চিনতে পারিনি, বিরহ গোপনে
আঁখির কোণে কাজল আঁকা ,হায়-হায়!
পথের পাঁচালি শেষে পথ খুঁজি  তাই।


পেয়েছি পথের দিশা,এই পাবো সুখ
পূর্বাকাশে লাল আভা দেখি সূর্য মুখ
এবার বসন্ত এলে হব কোকিল
সবটুকু সুর ঢেলে হয়ে যাব মিল
সুখ দ্বার খুলে হব হংস মিথুন
দুজনে প্রাণ খুলে গাইবো গুনগুন।