ঘরে চাল নেই
তেল আছে এক
তোলা,
লবন বাড়ন্ত
গিন্নির তো গাল
ফোলা।
হায়!রে কপাল
ঝালের ঝুড়ি তো
ফাঁকা,
কি করি এখন
পকেটে নেই যে
টাকা।


হাতড়িয়ে এদিক সেদিক
একশত টাকা করি ধার,
প্যাকেট হাতে ছুটি বাজারে
না হলে জুটবে বুঝি মার।


চালের বাজারে
দেখি দাম খুব
চড়া,
মরিচটা হাতে
তুলে লোম হলো
খাড়া।


হায়!রে কি মিষ্টি লবনে
প্যাকেটটা রইল খালি
গরিবের পান্তা ভাতে
জীবনের কি জোড়াতালি !