হে স্বদেশ,
তোমার কোলে মাথা রেখে ঘুমতে চাই-
গভীর ঘুম,
জেগে জেগে আর স্বপ্ন দেখতে ভাল লাগে না।
বদরুল ,আকাশদের এখন তাজা রক্ত
লাল টগবগে যৌবন
শহীদ জননীর হাড়ে ঘাস জমেছে
প্রযন্মের যোদ্ধাদের রক্তে হিমোগ্লোবিনের অভাব ,
সালাম ,বরকত , আব্দুর রউপ ,হামিদুর,
নুর হোসেন-সকলের চোখে গভীর ঘুম।
তাই আমিও ঘুমতে চাই ,
গভীর ঘুমে মাটি হব
বুকে জন্ম নেবে সবুজ ঘাস
তখন সবুজ হব -চির সবুজ
অনন্ত যৌবনে থাকবে তারামন বিবির রক্ত
চোখে জাহানারা ইমাম , আর বাহুবলে বাঁশের কেল্লা।
সেই দিন বদরুলদের বিচার জনতার মঞ্চে হবে।
জনতা হিসাব নেবে সবুজ ঘাসের গলিচায়
ক'ফোঁটা শিশির।