ছেলেটি ছিল পথের ধুলো মেখে
শক্ত দেহ ,জোড়াতালি জামা,
রাজপথের পিচের মত কালো,
মগজে তার পড়েনি তো
অ'এর ,ক'এর আলো।


সেই ছেলেটি মস্ত বড় নেতা
কুড়িয়ে পাওয়া প্লাস্টিকের বোতল,
বস্তাবন্দি কচি কাচার দল,
দাড়িপাল্লায় ওজন দিচ্ছে সময়
পাল্টে যাবে ভোটের ফলাফল।


বাড়ি ফেরে উল্টো রথে চড়ে
কাঁধে করে প্লাস্টিকের ঝোলা,
কাটে সময় অন্ধকারে ঘোরা,
পকেট থাকে বার মাসই ফাঁকা
রাজনীতিটা কার্পেটে তেই মোড়া।
03/11/2016