কবিতার পাতা খুলে দেখি
পাখির ঝরা পালকের মত
শব্দেরা ঝরে গেছে।
ছন্দ তাল কেঁদে মরছে শিশির হয়ে
জোড়াতালি দেওয়া ভাবের হিল্লোল,
আলো ছায়ার খেলায় উপমারা।
তখন আমি,
ভোরের কুয়াশার কাছে
মিনতি করে বললাম-
একটু থামবে ?
তোমার শুভ্রতায় মিশে যাব দিগন্তপারে
আর শরীর চুইয়ে কালো চুল সাদা হবে,
ভেজা কাক,কাচা ঘাস,লাউয়ের ফুল
সোনা রোদের অপেক্ষা করবে।
তখন রবি হব ,
ফিরবো শীতার্ত বস্ত্রহীন মানুষের আদর হয়ে
থাক না কবিতা ,ঝরে যাক শব্দ
উপমারা উবে যাক ।
তবুও অনুভবে মানবতা থাক।