কেন রে এতো রক্তের খেলা
মৃত্যু মিছিলে মানুষ ?
একপাশে চলে শোকের মাতুম
অন্যপাশে উড়াও ফানুস।

ধর্মের নামে তাণ্ডব করো
রক্তে রাঙাও হাত
মানুষ মরে, মরছে মানুষ
মরার আবার জাত!

কোন সে খেলায় মেতেছো তুমি
ভাইয়ের রক্ত নিয়ে,
কারে পেতে তুমি খেলছ খেলা
নিজের জীবন দিয়ে।

কেন বিভাজন, কেন এতো মত
পথের প্রান্তে তিনি
তারই সব ধর্ম, তোমার কর্ম
কেন তবে পাপ কিনি??

লেখায় কোন ছন্দ -মাত্রা খুঁজতে যাবেন না।