দাড়াও পথিক,
আরও কিছু সময়
এইমাত্র চিঠি পেলাম
নীল আকাশের বিশাল ক্যানভাসে-
মেঘ জমেছে,
সাদা সাদা পেজা পেজা বরফখণ্ড।
বাতাসে মাধবী,মালতী,কদম্ব,কেতকী যুঁথীর গন্ধ আসবে
ফুলের বাগানে ব্যস্ত হবে অলি
নরম কাঁশের বনে অসীমের ঠিকানা।
হে পথিক,
সারাদিন বরষায় ভিজেছো
এবার নীলের রাজ্যে মধুকর হও
পদ্ম দিঁঘির জলে সাঁতার কেটে-
তুলে আনো নীল কমল
শরতের দৃপ্ত পাখা মেলে
জাগাও তোমার সজীব প্রাণ
উঠোনের সোনা রোদে শিউলি
কুড়িয়ে এনে গেথে রাখো পুলকিত মালা।