তারিখগুলো আজ আর মনে নেই
স্মৃতিতে একরাশ ধুলো
চেনা পথে খুজেছি বিশ্বব্রহ্মাণ্ড
ক্যালেন্ডার কেটেছে উইগুলো।
ঐতিহাসিক সোপানে রেখেছি পা
হেলেদুলে প্রতিটি চূড়ায়
পরিণামে উনুনে শরীর
মনুষ্যত্ব শুধুই পোড়ায়।
সাতচল্লিশ, বায়ান্ন,উনসত্তর, একাত্তর
কি এমন সোনালি দ্যুতি?
ঘোর অমাবস্যায় দীর্ঘশ্বাস
হাহাকার আহাজারি শ্রুতি।
ভুলে গেছি মাঝরাতের ঘুমন্ত চাঁদ
এক আকাশ তারা,
ট্যাক্সের চিনচিনে ব্যথায়
সবুজ প্রান্তরে রক্তধারা।
অগোছালো বিদ্রোহী শব্দ -পলাশী, তেভাগা
একবার আলো ছাড়াও
শৃঙ্খলে থেকো না বন্দী
তারিখগুলো রুখে দাড়াও।