তেতে উঠেছে সময়।
বিল বোর্ড হয়ে ঝুলছে রাষ্ট্রযন্ত্রের ক্ষমতা
লোহা, পিতল আর বারুদের গন্ধ আসে নাকের সুড়ঙ্গে,
টাকার হরিণ বলগা হবে,
নৌকার গলুই হতে রাজপথে নামবে শুভেচ্ছা দূত,
লাঙ্গলের ফলায় কর্ষণ হবে তপ্ত মাটি
সোনালি ধানে হাট, মাঠ, ঘাঁট সয়লাব হবে,
চোখের পানিতে মুরিদানকে আকর্ষণ করবে কামেল বুজুর্গ।
চুন সুরকির দালান,সুরম্য প্রাসাদ হতে নামবে সাদা পাঞ্জাবী,
তখনও জ্যোৎস্না সড়কের পাশে জগাই-মাধাই রং চা বিক্রি করবে।


তেতে উঠেছে সময়।
সত্যবাদী যুধিষ্ঠির দল প্রতিশ্রুতি র বস্তার মুখ খুলবে
দলে দলে লেজ বিহীন ভেড়ার পাল কামুক হবে,
ডোমরাও অভিজাত হবে,
জনগণের কমন ডেসটিনেশন -
গঠনতন্ত্রের সেভিং ক্রিম মেখে সওদা হবে মসনদের।


আর আমার জন্য খোড়া হতে পারে মাটি,
গুম হতে পারি আমিও।