সকাল সন্ধ্যা চালায় কলের চাকা
পিচঢালা পথ, ধূলো,কাদামাটি
জমিয়ে রাখি ঘামের দামে সুখ
কাজের ফাঁকে খুঁজি হাসি মুখ।
তোমার জন্য কিনবো মুখের হাসি
মুখের হাসি লাগে বেজায় মিঠে
আমরা দু'জন আকাশ হব চলো
তারায় তারায় করবো লুকোচুরি
মেঘের দেশে কিনবো একটু জমি
খড় কুটোতে গড়বো ছোট্ট বাসা
মনের কোণে এইটুকুই তো আশা।


তোমার জন্য কিনবো মুখের হাসি
লক্ষ টাকায় আনবো নতুন ভোর
রাত থেকে ভোর থাকবো পালক ছুঁয়ে
অপেক্ষাতে কাটছে বছর যুগ
ধরবো দু'জন ছোট্ট দুটি হাত
খুনসুটিতে কাটবে জেগে রাত
প্রাসাদ ছেড়ে খড়ের চালেও বেশ
কাটিয়ে দেব দিব্যি অবসর।


তোমার জন্য ঝর্ণা, নদী, ঢেউ
পাহাড়, সাগর, বরফগলা নদী
তুষার ঝড়ও পেরিয়ে যাব যদি
একটু হাসি তোমার ঠোঁটে দেখি।
অন্ধকারে আলোর মশাল জ্বেলে
মিলবো দু'জন খাঁচার বাঁধন খুলে
বলবো সবই না বলা সব কথা
বুকের ব্যথা ভাসিয়ে দেবো
পানসী তরীর ভীড়ে,
তোমার জন্য কিনবো মুখের হাসি
মুকুট পরে বলবো ভালবাসি।