জেলখানার এক উজ্জ্বল সন্ধ্যা
তরল অন্ধকার ভেদ করে একটি শান্ত মূখ
বসে আছেন নিষ্পাপ স্মিত হাস্যমূখে।
কিছুক্ষণ পর হবে তাঁর মৃত্যুদন্ড কার্যকর
বিণয়ের অবতার সক্রেটিস যার নাম।
ঠিক একমাস আগে হয়েছিল প্রহসনের বিচার।
অপরাধী হওয়ার জন্য অপরাধ না করাটাও যেখানে অপরাধ
সেখানে সক্রেটিসের অপরাধ অনেক
প্রথম অপরাধ যুবকদের কুপথে পরিচালিত করা
দ্বিতীয় দেবতাদের দেবত্বেরই অস্বীকার
তৃতীয়ত নতুন দেবতা প্রবর্তণের চেষ্টা।
সংখ্যাগুরু জুরিদের রায়ে তিনি অপরাধী
এখন তুমিই বল কি শাস্তি চাও তুমি
নির্লিপ্ত সক্রেটিস
নিরাবেগ কন্ঠে বল্লেন, শাস্তি নয় বরং পুরুষ্কার স্বরূপ প্রাইটেনিয়াম হলে ভোজের ব্যবস্থা করা হোক।
এত বড় আস্পর্ধা
জুরিদের বিচারের রায়কে অসম্মান
না না এর একমাত্র শাস্তি মৃত্যুদন্ড
তোমাকে মৃত্যুদন্ডে দন্ডিত করা হলো সক্রেটিস।
রায়ে সক্রেটিসের মূখে হাসি।
মৃত্যু জীবনকে মহিমান্বিত করে
মৃত্যু জীবনের শেষ নয় বরং অনন্তের সূচনা
হায় বোকাদের সেকথা কে বুঝাবে?
একমাস শেষ
হেমলক পানে মৃত্যু হবে
অশ্রুপূর্ণ নয়নে জেলার বলে গেছে তা
সক্রেটিস ছোট ছেলেকে বাসায় গিয়ে ঘুমতে বলেছে
পরিবারের সদস্যের জানিয়েছে বিদায়ী শুভেচ্ছা
পাশে ঘিরে থাকা অনুসারীদের বলেছে যুক্তি দ্বারা পরিচালিত হতে
এরপর নিজ হাতে অন্ত্যেষ্টিক্রিয়ার কাপড় পরে
প্রার্থণায় ডুবে গেছে সে।
সময় শেষ
জল্লাদের ঘোষণা
হেমলকের পেয়ালা নাও
এক ফোঁটাও যাতে না থাকে
চুমুকে শেষ কর সবটুকু।
আদেশ পালন করা হলো
হেমলকের একফোঁটা রসও নেই পেয়ালায়
এবার পায়চারী কর
যাতে হেমলকের বিষ তোমার শরীরে ছড়িয়ে যায়
সক্রেটিস পায়চারী করছেন
বেচারা জল্লাদ!
তাকে সহায়তা করা তাঁর দায়িত্ব।
বিষে জর্জরিত শরীর
ধীরে শায়িত হলেন সক্রেটিস
মৃত্যুর পূর্বে বলে গেলেন -
ক্রিটো, অ্যাসক্লেপিয়াস আমাদের কাছে একটি মোরগ পায়
তার ঋণ পরিশোধ করতে ভুলনা যেন!