একটি কালো ছাগল
নির্জন দুপুরে ঘাস খায়
সবুজ কচি ঘাস।
আকাশে তপ্ত রোদ
ছাগলের কালো পশমে
চিক চিক করে।


কোথাও কেউ নেই
বিস্তৃত প্রান্তর
সবুজ ঘাস বাতাসে দোলে।
একাকি ছাগল
খুঁটিতে বাঁধা
অসহায় চাহুনি।


একটি কালো ফিঙে হঠাৎ
বসে আছে ছাগলের পিঠে।
খুঁটিতে বাঁধা কালো ছাগল
মুক্ত কালো ফিঙে উড়ে যায়।


আকাশ কালো মেঘ আসে
কোথাও কেউ নেই
প্রচন্ড ঝড় বয়ে যায়
ছাগলের চিৎকার ঢাকা পড়ে।


খুঁটিতে বাঁধা কালো ছাগল
অসহায় চাহনী তার
বাবলা গাছে পাতার নিচে
ভিজে মুক্ত কালো ফিঙে।