আমার নবীকে আঘাত করো না
এক মহাসমুদ্র সমান দুঃখ ভরা জীবন তাঁর!
সে ছিল এতিম
যখন আরবের শিশুরা বাবার কোলে ঝাঁপিয়ে পড়ত
তখন আমার নবী বাবাকে খুঁজত দুঃখ ভরা মনে।
আমার নবী
কষ্টের মাঝেই যার বেড়ে ওঠা
বুঝতে শেখার আগেই মা চলে গেছে অনন্ত পথে
দাদার শক্ত হাতও বেশিদিন থাকেনি মাথায়
অভাবের মাঝে বড় হয়েছেন চাচার সংসারে।
অসাধারণ চরিত্র ছিল আমার নবীর
তার এক ফোঁটা সারা পৃথিবীর সব ইনসান থেকেও বেশি।
তখন যুগটা অন্ধকার-
মেয়ে শিশুকে মেরে কবর দেয়া হত
অশ্লীলতা, ব্যভিচার, চুরি, রাহাজানি
গোত্রে গোত্রে বছরের পর বছর সংঘাত
চারদিকে অসভ্যতা, নোংরামি,  বর্বরতা।
ছাই ভস্ম থেকেই বেরিয়ে আসে ফিনিক্স পাখি
আমারও নবীও এলেন
প্রভুর পয়গাম পেয়ে সবাইকে ডাকলেন আলোর পথে
ওরা আমার নবীকে পাগল বলেছে
পথে কাঁটা বিছিয়েছে
নরম কোমল গালে আঘাত করেছে
নামাজরত অবস্থায় চাপিয়েছে উটের নোংরা ভুড়ি
উহুদের ময়দানে হেনেছে চূড়ান্ত আঘাত।
জবাবে আমার নবী কাউকে কটু কথা বলেনি
সে বলেছে যে নারীর প্রথম সন্তান মেয়ে; সে পুণ্যবতী
যে বাবা অধিক কণ্যার অধিকারী; সে জান্নাতি।
সে বলেছে সাদা কালোয় কোন ভেদাভেদ নেই
মানুষে মানুষে জাতপাত নেই, সবাই সমান।
সে বলেছে প্রভুর সাথে কাউকে শরীক করো না
অন্য ধর্মের দেবতাদের গালি দিও না।
আমার নবী কাঁটার বদলে ফুল দিয়েছেন
গালির বদলে হাসি দিয়েছেন
আঘাতকারীকে আলিঙ্গন করেছেন।
আমার নবীকে কষ্ট দিও না
তাকে তোমরা গালি দিও না
সবারই একটা আবেগের জায়গা থাকে
আমাদের আবেগ আমাদের নবী
যত পার আমাদের গালি দাও, আঘাত কর
কিন্তু,  আমার নবীকে গালি দিও না
তাকে পাঠ করো, বুঝতে চেষ্টা করো
দেখবে গভীর শ্রদ্ধায় তুমিও তাকে ভালোবাসবে।
আমার নবী কোন দেশের নয়, কালের নয়, ধর্মের নয়
তিনি সব দেশের, সব কালের, সব ধর্মের
তিনি সমগ্র মানবতার কথা বলেছেন
একজন ডাক্তার যেমন সবারই ডাক্তার
আমার নবীও তেমন সবারই উপদেশদাতা
তাকে কষ্ট দিও না; এ আমার জোর মিনতি।