বৃষ্টি নামার আগে
পুরো আকাশ সেজেছে কণের সাজ!
বরযাত্রী মেঘের পালকে বসেছে চড়ে
ঘন কালো মেঘ সেজেছে বাহারি সাজে
মেঘের বরযাত্রা শরু হওয়ার আশায়
পৃথিবীর এপারে ওড়ছে বকের সারি
বাঁশের পাতার ফাঁকে ফাঁকে গোপন উছ্বাস
ব্যঙেদের রাজত্বে পড়ে গেছে সাড়া
কৈ মাছেদের ভেঙেছে শত বছরের ঘুম
কচু পাতা জলের ছোঁয়া পেতে ওঠেছে জেগে
কৃষাণীর উঠানে উঠানে বেড়ে গেছে ব্যস্ততা
পাঁকা ধান ভিজে গেলে মহা সর্বনাশ
দস্যু ছেলের দল বৃষ্টির পানে তাকায় বারে
ক্ষেতের আলে ডাকছে ভয়ার্ত কালো ছাগল
কদমের পাতার আড়ালে ছুটছে লাল পিঁপড়ে
এক শিকারী শেয়াল চুপে বসেছে ঝোঁপের পাশে
মেঘের দেশে বেজেছে মেঘের সাইরেন
বিদ্যুৎ চমকে ভীষণ ধমকে আসছে তেড়ে মেঘ
স্বর্গের নদী ছুঁয়ে আহা নামছে সুখের বৃষ্টি
একলা নদে এক উদাস বালকের মন যায় চলে
যেথায় নৌকার গুলুইয়ে বসে আছে এক ভেঁজা কাক!