আমাকে আঘাত করো না
তুমি কতটা আঘাত করতে পার
আঘাত করতে করতে একটা সময়
তুমি ক্লান্ত হয়ে যাবে
আঘাত করা ছাড়া তুমিতো আর কিছু পারো না
শিখোনি আর কোন কিছু
দিনশেষে তোমার কোন আদর্শ নেই
আঘাত করা শেষ হলে কি করবে তুমি?
তোমার মত একদিন পারসীয়রা আঘাত করেছিল
আঘাত করেছিল তুর্কি মরুচারী
আঘাতের হলোকাস্ট এঁকেছিল মোঙ্গল সেনাপতি
আঘাত শেষে তোমার কিছু দেয়ার ছিল না
সাময়িক বিজয় শেষে পরাজিত তুমি
আমার ভালোবাসার শক্তির কাছে
আমার ফুলে ফলে বিকশিত আর্দশের কাছে।
আমাকে আঘাত করো না
ভালোবাসতে আমি বলি না
আমাকে পাঠ করো
তারপরেও যদি আঘাত করতে চাও
করো, সে তোমার স্বাধীনতা
তবে, মনে রেখ
আমার ভালোবাসার মহাসমুদ্রে হাবুডুবু খেতে খেতে
আমাকেই ভালোবাসবে তুমি।