দূরন্ত বালকের উড়ন্ত গতি মন্থর
চঞ্চলা বালিকার অঞ্চলে থামে কলরোল
ক্লান্ত পাখির শ্রান্ত ডানায় করে ভর
জেগে থাকা পাতারা ঘুমে হয় মরমর।
ধূলায়িত মাঠে কৃষকের গায়ে নামে চর
রাখাল চলে পাল লয়ে বাঁশিতে থামে ঝর
কৃষাণী বধূর কোমল হাতে সলতে আলো
দূর মসজিদে আযান হাকে লাগে যে ভালো।
বৃদ্ধ যুবা পিয়ে যে সুধা যায় মসজিদে
তুলসি গাছে অতি যতনে প্রদীপ জ্বলে
সন্ধ্যা রাণির কালো শাড়িতে একি মায়া
ধূসর আঁধার অকুল পাথার ছড়ায় কায়া।