কত সহজেই তুমি হৃদয়ের গভীরতা খুঁজতে চাও
জেনে নিতে চাও গোপন কুঠুরীতে থাকা অজানা
ছিড়ে ফেলতে চাও সব আবরিত রহস্যের জাল
অবগুন্ঠনের তীব্র আবেগে বুঝে নিতে চাও সবটুকুও।
বল এত সহজেই কি পাওয়া যায় অমূল্যর মূল্য?
এত সহজেই কি জেনে নেওয়া যায় হৃদয়ের লেনদেন
এত সহজেই কি ছুঁয়ে যাবে তুমি আমার নিঃশ্বাস
এত সহজেই কি পেয়ে যাবে তুমি এক জীবনের হিসেব?
তবে মেপে দেখ সাগরের সবটুকও গভীরতা
তবে ছুঁয়ে দেখ আকাশের সবটুকও বিশালতা
তবে ছিড়ে ফেল রাতের কালোর অন্ধকারের জাল
তবে এনে দাও নদীর ওপারে কল্পিত সুখের কল্পনা।
জানি পারবে না তুমি নিয়মকে বদলে দিতে
রাতের চাঁদকে দিয়ে দিনে আলো ছড়াতে।
দেখো অতটুক খোলসেও শামুকের রহস্যগাঁথা
তোমার নিঃশব্দ ছোঁয়ার লজ্জাবতীর লজ্জা পাওয়া
শ্যাওলা জমা ঝিনুকের গভীরে লুকানো মুক্তা
হাসির আবরনে ঢাকা তলহীন বেদনার গভীরতা।
দেখ তোমার চারপাশে-
কত সামান্য বিষয়ের অসমান্য গল্প বোনা
কত সাধারণ বিষয়ের অসাধারণ কল্পনা!
তবে কেন মিছে এক নিমেষে ই -আমাকে বুঝতে চাও
এত যোগ বিয়োগের অংক কষে কি চলে হৃদয়ের লেনাদেনা?