বরফ গলছে.....
হে রাজনীতিবিদ, হে কবি, সুশীল সমাজ
হে ছাত্রনেতা, বুদ্ধিজীবি, আমলা
তোমরা শোনতে কি পাও
বরফ গলছে শব্দহীন নিঃশব্দে!
ব্যাঙ যেমন তার কুয়াকে পৃথিবী ভাবে
তেমনি আমাদের কেউ কেউ এ দেশকে তা-ই ভাবে
আমরা আছি আমাদের নিয়ে
দোষারোপের রাজনীতি, গীবত, পরচর্চা,  প্রতিহিংসা
কে কাকে ডুবাবে কে কাকে নামাবে
কে কাকে বুঝাবে কে কাকে থামাবে
এ এক অদ্ভুত অবান্তর সমাজ!
এখানে জঙ্গলের প্রাণীর মত আদিম উন্মাদনা
এ যেন হাশরের ময়দান
সবাই নেংটা হয়ে হাঁটছে
নিজের স্বার্থ চিন্তায় মগ্ন সবে
পাশের জনের দিকে তাকানোর সময় নেই যেন।
কিন্তু আমরা যারা ক্ষমতার চর্চা করি
যারা এ ভূখন্ডকে পৃথিবী ভেবে বসে আছি
তাদের জানা উচিত এটা পুরো পৃথিবী নয়
আমাদের লাঠালাঠি আর ঠেলাঠেলিতে
এ পৃথিবীর কিছুই যায় আসে না
হে মূর্খ দেশবাসী শোন বরফ গলছে....
গ্রীন ল্যান্ডের সব আইসশীট
সুমেরুর সব বরফের পাহাড় গলে যাচ্ছে
আগামীতে সমুদ্র পৃষ্ঠের দেশগুলো তলিয়ে যাবে
কিন্তু তোমাদের হুঁশ হবে না
তোমরা পানির নিচে বসে নিজের স্বার্থে মগ্ন থাকবে
আর এক দল আরেক দলকে দেখে দাঁত মুখ খিঁচাবে
কিন্তু জেনে রেখ বরফ গলছে...
এখন সময় মানবিক পৃথিবী গড়ার
প্রকৃতির বৈরিতা আজ প্রধান প্রতিপক্ষ
বরফ গলার সাথে চোখ রাঙায়
ভূমিকম্প, ঘূর্ণিঝড়, সাইক্লোন, হ্যারিকেন ঝড়
নগরীর বাতাসে আজ বিষের গন্ধ
আমরা সে সব ভুলে বেভুল সবে।
হে দেশবাসী
নিঃশব্দে কান পেতে শোন বরফ গলছে
প্রকৃতি প্রস্তুত সব শোধের প্রতিশোধে!