জীবনতো নয় শুধু পার্কে সাজানো ফুলের মত শোভাময়
কিংবা নয় ল্যাম্পপোস্টের আলোয় ঝিরিঝিরি বৃষ্টির মত ছন্দময়
সেতো নয় তোমার মত এতটা পরিপাটি
যতটা তোমার চুলের বেণী কিংবা পায়ের নূপুর।
জীবনে শুধু বসন্তই আসে না, শুধু কোকিলই ডাকে না
সেখানে কালবৈশাখী ঝড়ও হয়, সেখানে চৈত্রের হাহাকারও জাগে
সেখানে তোমার সুকোমল তনুতে বার্ধক্যও নামে।
জীবন শুধু ভোরের মিষ্টি সকাল নয়
সেখানে সন্ধ্যাও নামে, ঘন আঁধারে ঢেকে যায় চারিধার!
জীবন শুধুই কুসুম কুসুম প্রেম নয়
সেখানে দ্রোহ আছে, বিরহ আছে, আছে না পাওয়ার হাহাকার!
জীবন শুধু তোমার গোলাপি গালের তিল নয়
সেখানে রোদে পুড়ে ফোঁসকাও হয়
যুদ্ধের মাঠে ক্ষত বিক্ষতও হয় দেহ।
জীবন শুধু সুখের ভাসার গল্প নয়
সেখানে একটা দুঃখের নদীও আছে
একটা কাটায় ভরা গোলাপও আছে।