ঢেকে রেখো ঐ চোখ নজর না লেগে যায়
চাঁদের কপাল ভালো তোমায় না দেখে যায়
ফুলেদের অহমিকা থাকুক অটুট থাক
তোমায় না দেখতে গিয়ে গোলাপের সর্বনাশ!
কোকিলেরা গেয়ে যাক না শোনে তোমার গান
তোমায় না দেখে দেখে আকাশে ডাকুক বান
নদীর বয়ে চলে সেও হায় যেত থেমে
তোমার চোখের ঐ অসীম গভীরতা দেখে!
হেলেনের রূপে যদি ট্রয়েতে রক্ত লীলা
গ্রীক উপখ্যান থেকে অন্ধকার আফ্রিকা
তলোয়ারের ধারে নয় তোমার হাসির ধারে
সীতার চোখের কাছে রাবণের ধ্বংস ক্ষয়ে!
পারস্য সমরখন্দ বুখারার পথে পথে
মুঘল হেরেম থেকে যমুনার তীর ঘেঁসে
গালিবের গজল সেও হায় গেছে থেমে
পড়েছে যখন চোখ তোমার ই ঐ চোখে!
জানে না খুরমা, বাদাম, জাফরাণি ফুল
ভাঙেনি কস্তুরির বুকের অহেতুক ভুল
ওরা ঘুমিয়ে থাক ওদের ভুলের বিছানায়
ঢেকে রেখো ঐ চোখ নজর না লেগে যায়।