একদা কয়েক জন্মান্ধ ছুঁয়েছিল এক হাতি
কেউ কান, কেউ শুঁড়, কেউ পেট, কেউ দাঁত দুপাটি।
বল বল হাতি কেমন বল সবে একে একে
অন্ধরা বুঝেছে যা তাই বলে যায় প্রবল বিশ্বাসে।
যে ছুঁয়েছিল কান তার কাছে হাতি মস্ত এক কুলা
যে ছুঁয়েছিল দাঁত তার কাছে হাতি যেন এক মুলা।
যে ছুঁয়েছিল শুঁড় তার কাছে হাতি কলা গাছের মাথা
যে ছুঁয়েছিল পেট তার কাছে হাতি সুবিশাল গামলা।
যে দেখছে যেমন সে বলেছে তেমন
তেমনি করে ইসলাম -
কারো কাছে জিহাদ, কারো কাছে জিকির
কারো কাছে দাওয়াত,  কারো কাছে ফিকির।
ইসলাম যেন আজ অন্ধের হাতি দেখার গল্প
যে দেখছে যেমন তার কাছে তেমন এক কল্প।
আমরা অন্ধ সবে, তাই আমাদের কাছে ইসলাম
আজ যেন শুধুই অন্ধের হাতি দেখা!