কোন একদিন আমাদের দেখা হয়ে যাবে এক ধীরগতির লঞ্চে
পদ্মার ঘোলা জল কেটে কেটে মেঘনার স্বচ্ছ জলের কোল ঘেঁসে
আমাদের দেখা হয়ে যাবে
নদী তীরে ফুটে থাকা কোন ধইঞ্চা ফুলের রূপ দেখে দেখে।
লঞ্চ চলবে মৃদুমন্দ গতিতে যেন তার তাড়া নেই কোন
এখানে যারা যাত্রী তারা বেড়াতে এসেছে যেন
এখানেই পেতেছে সংসার, যেমন সংসার গড়ে পৃথিবীতে।
কেউ কেউ খুলেছে গল্পের ঝাঁপি, কেউ আনমনে গাইছে গান
শিশুরা দৌড়ে যাচ্ছে পুরোটা লঞ্চের ডেক জুড়ে
দোকানি খুলেছে নানান খাবারের পসরা
সেখানে ছোট্ট এক ভীর লেগে আছে
এখানেও আছে নাগরিক বৈষম্য
কেউ কেবিনে, কেউ ডেকে কেউবা ভূমিহীনের মত রয়েছে দাঁড়িয়ে
টিকেটেরও রয়েছে ভিন্নতা,  যত্নেও রয়েছে সুস্পষ্ট পার্থক্য
একটা গোটা সমাজ যেন এ লঞ্চে উঠেছে গড়ে
এইসব ভিন্নতা নিয়ে নান্দনিকভাবে ছুটে চলে লঞ্চ
সেখানেই তোমার আমার দেখা হয়ে যাবে কোনদিন!