একটা পালকি
চলছে খুব ধীরে
কত দূর দূরান্তে
আকাশের সীমানায়।
বেহেরার কাঁধে
চড়েছে লাজুক বঁধু
বাবার গ্রাম পিছনে ফেলে
চলছে জীবন স্রোতে।
কত স্বপ্ন আঁকা
বঁধুর হাতে বরের হাত
জীবনের আরেক অধ্যায়ে
পালকি হয়েছে পথের সারথি।
কত পথ, কত ঘাট
বেহেরা চলছে অবিরাম
কন্ঠে তাদের পালকির গান
ছড়ায়েছে সুরের ঝংকার।
বধু ভাবে মনে
এই যে পালকির যাত্রা
স্বামীর বাড়ির পথে
একদিন এ যাত্রাও হবে শেষ
আজকে যেমন রঙিন শাড়ি
সেদিন হবে সাদা কাফনের
আজ পালকি বরের দূয়ারে
সেদিন থামবে কবরের পথে!
এমনি করে যুগ যুগ ধরে
পালকি ছুটে চলে
শুধু যাত্রীর ভিন্নতা-
কখনো বরের বেশ
কখনো শব যাত্রা!