ঘুমন্ত পৃথিবীর জড়ানো চোখের
মাঝে
গীর্জার ঘন্টা ধ্বনির মত শব্দ
তোলে
ওরা ভেসে উঠেছিল শীত লক্ষ্যার
বুকে
নির্বাক লাশ হয়ে পাপের প্রতিশোধ
নিতে!
কালো কাঁচে ঢাকা মার্সেনডাইজ
গাড়িতে
হন্তারকদের কুইনাইন
মাখা বাঁকানো হাসিতে
ওদের আত্মচিত্কার ওদের
কানে গেছে ফিরে
স্বাধীন দেশে মরেছে ওরা কঠিন
যন্ত্রনাতে।
ইটের উপর ইটের কারুকাঁজ
পেটের উপর তীক্ষ্ন ছুরির আচড়
শীতলক্ষ্যার শান্ত কালো পানি
গোপন রাখেনি ওদের লাশ খানি।
ওরা ভেসেছিল ফাঁসির দাবী নিয়ে
ওরা ভেসেছিল বিচারের আর্জি নিয়ে
ওরা ভেসেছিল সত্যের দাবী নিয়ে
ওরা ভেসেছিল প্রশ্নের সেট নিয়ে।
ওরা বলতে এসেছিল
লক্ষ ইট দিয়ে সত্যকে চাপা যায়না
রাতের আঁধার
দিয়ে আলোকে ঢাকা যায়না
প্রহসনের বিচার
দিয়ে শান্তি আনা যায়না।
নিঃশব্দের
আড়ালে শব্দকে রোখা যায়না।
ওরা ভাসবেই
যতদিন শুকুনেরা খাবে দেশ
বানরেরা করবে পিঠার ভাগ
ডাকাতের হাতে থাকবে অস্ত্র
চোরের হাতে থাকবে ঘরের চাবি!